ফরিদগঞ্জে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন

এসএম ইকবাল ফরিদগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছে নৌকা প্রতীকের প্রার্থীসহ ৫ জন।

৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মৌলি মন্ডলের নিকট মনোনয়ন ফরম দাখিল করেন আওয়ামী লীগের (নৌকা প্রতীকের) প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান, জাতীয় পার্টির (নাঙ্গল প্রতীকের) প্রার্থী সাজ্জাদ রশিদ সুমন, জাকের পার্টি (গোলাপ ফুল) প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, কাতারস্থ আওয়ামী লীগের সহ-সভাপতি সিআইপি জালাল আহমেদ।

এ দিকে প্রত্যেক প্রার্থী সকাল থেকে দফায় দফায় তাদের অনুসারী নেতা-কর্মীদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মৌলী মন্ডল বলেন, ফরিদগঞ্জ সংসদীয় আসনের বিপরীতে মনোনয়নপত্র জমার শেষ দিনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখার জন্য আমরা কাজ করছি।

সম্পর্কিত খবর