মতলব (চাঁদপুর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম ইসফাক আহসান সিআইপি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের কার্যালয়ে রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল সরকার।
মনোনয়নপত্র জমার দেয়ার পর এম ইসফাক আহসান নিজ ভেরিফাই ফেইজবুক পেইজে লিখেন ‘আজ মহান রাব্বুল আলামিনের নামে চাঁদপুর-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতলবের সকল মানুষের দোয়া নিয়ে মনোনয়নপত্র জমা দিলাম।’
চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। অবশ্য আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন এম ইসফাক আহসানও।
এছাড়াও এ আসনে বাংলাদেশ সুপ্রীম পার্টির মনোনীত প্রার্থী মো. মনির হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. এমরান হোসেন মিয়া, জাকের পার্টির মনোনীত প্রার্থী ওবায়েদ মোল্লা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাইফুল সরকার বলেন, দলীয় মনোনয়ন দেওয়া হলেও দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের সমাবেশে ঘোষণা দিয়েছেন অংশগ্রহণমূলক নির্বাচন করতে। সেখানে স্বতন্ত্র প্রার্থী হলেও কোনো আপত্তি নেই। তাছাড়া দলীয় মনোনয়ন নিয়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ’সহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনক্ষুন্ন। তাই তাদের দাবির কারণে এবং অংশগ্রহণমূলক নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিতের মাধ্যমে এ আসনটি জনগণের নেতা এম ইসফাক আহসান সিআইপিকে সংসদে পাঠানোর জন্য আমরা তাকে স্বতন্ত্র প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছি।
এছাড়াও এ আসনে বাংলাদেশ সুপ্রীম পার্টির মনোনীত প্রার্থী মো. মনির হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. এমরান হোসেন মিয়া, জাকের পার্টির মনোনীত প্রার্থী ওবায়েদ মোল্লা মনোনয়নপত্র জমা দিয়েছেন।