কচুয়ায় ড. সেলিম মাহমুদসহ মনোনয়নপত্র জমা দিলেন ৯ প্রার্থী

ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার সহকারি রিটার্নিং ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৭ জন ও চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ২জন মনোয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।

মনোনয়নপত্র জমা দানকারীরা হচ্ছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ (আওয়ামী লীগ), জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. গোলাম হোসেন (স্বতন্ত্র), ডা. একেএসএম শহীদুল ইসলাম (জাতীয় পার্টি), মাসুউদুল আহসান (জাকের পার্টি), মো. সেলিম প্রধান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. শওকত হোসেন মিয়া (স্বতন্ত্র), মো. রাহাদ চৌধুরী (স্বতন্ত্র) চৌধুরী, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছে মো. সাইফুল ইসলাম সোহেল (জাসদ) ও মো. আলমগীর শাহ (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট)।

কচুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো ৩০ নভেম্বর (বৃহস্পতিবার)। এ উপজেলা থেকে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও জমাদেন ৭ জন। ২ জন চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয় এবং বাকী ৩জন মনোনয়নপত্র জমা দেননি।

মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১লা ডিসেম্বর-৪ ডিসেম্বর। আপিলের তারিখ ৫ ডিসেম্বর – ৯ ডিসেম্বর। মামলা নিস্পত্তি ১০ ডিসেম্বর – ১৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর রবিবার। প্রতীক বরাদ্ধ ১৮ ডিসেম্বর সোমবার। ভোট গ্রহণের তারিখ ৭ জানুয়ারী রবিবার।

সম্পর্কিত খবর