চাঁদপুরে ৫টি আসনে ৩জনের দাখিল ও উত্তোলন ৩৬জনের

মো: রানা সরকার : চাঁদপুরে ৫টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বুধবার পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগের ৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন এবং স্বতন্ত্র প্রার্থীসহ ৫টি রাজনৈতিক দলের ৩৬জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

গতকাল ২৯নভেম্বর (বুধাবর) চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ তথ্য জানান।

চাঁদপুর পাঁচটি সংসদীয় আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁদপুর-১ আসনের আওয়ামলীগের মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, চাঁদপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, চাঁদপুর-৫ আসনে মেজর রফিকুল ইসলাম বীর উত্তম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে মনোনয়ন সংগ্রহ করেন চাঁদপুর-১ আসনে থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ, বর্তমান সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামীলীগ নেতা আলহাজ মো. গোলম হোসেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. একেএম শহীদুল ইসলাম, জাসদ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম সোহেল ও অন্যান্য দল থেকে মাসুদুল আহসান, সেলিম প্রধান, শওকত হোসেন মিঞা ও রাহাত চৌধুরী মামুন, চাঁদপুর -২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান, চাঁদপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মোঃ রেদোয়ান খান বোরহান, স্বতন্ত্র প্রার্থী সামসুন বিনতে হক,জাকের পার্টির প্রার্থী মোঃ কাউসার মোল্লা, জাতীয় পার্টির প্রার্থী এড মহসিন খান, চাঁদপুর ৪ আসন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ সফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ড. সামসুল হক ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী সামসুন বিনতে হক, এনপিপির প্রার্থী আব্দুল গনি,তরিকত ফেডারেশনের প্রার্থী বাকি বিল্লাহ মিশকাত চৌধুরী,চাঁদপুর ৫ আসন থেকে তরিকত ফেডারেশনের প্রার্থী বাকি বিল্লাহ মিমকাত চৌধুরী সহ সর্বমোট ৩৬জন প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেন।

এর মধ্যে চাঁদপুর-১ আসনে ৯জন, চাঁদপুর-২ আসনে ৬জন, চাঁদপুর-৩ আসনে ৪জন, চাঁদপুর-৪ আসনে ১১জন, চাঁদপুর-৫ আসনে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৩০নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত।
আপিল নিষ্পত্তি করতে হবে ১০ থেকে ১৫ডিসেম্বরের মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আর প্রচার শেষ করতে হবে ভোটের ৪৮ ঘন্টা আগে ।

 

সম্পর্কিত খবর