শামীম আহম্মেদ জয় : মতলব উত্তরে সড়ক দূর্ঘটনার এক বৃদ্ধা নিহত হয়েছে। সে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ডাকরকান্দি (রসুলপুর) গ্রামের বাসিন্দা। তার নাম মোকশেদ পাটোয়ারী। তার বয়স ৬৬ বছর।
ঘটনা সূত্রে জানা যায়, বুধবার ২৯ নভেম্বর সকাল ৮ টার দিকে সাহেব বাজার থেকে হেঁটে বাড়ি আসার সময় বারোহাতিয়া এলাকায় দোকানের কাছে এলে সাহেব বাজারের দিকে যাওয়ার পথে একটি অটোরিকশা সামনে থেকে ধাক্কা দেয়।
অটোরিশকা চালক উপজেলার সাহাবাজ কান্দি গ্রামের আয়েত আলী মাঝির ছেলে বশির মাঝি। এদিকে পথচারী বৃদ্ধ মোকশেদ পাটোয়ারী পরে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন এসে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করে। সেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় দুপুর ১২ টায় ইন্তেকাল করেন। পরে তাকে বাড়িতে এনে জানাযায় নামাজ শেষে দাফন করা হয়েছে।