চাঁদপুরে জিপিএ-৫ এইচএসসিতে ৪৪৬, আলিমে ৩৪

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা বোর্ডের অধীনে এ বছরে চাঁদপুর সদর উপজেলায় এইচএসসিতে সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৪৪৬ ও বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে জিপিএ ৫ পেয়েছে ৩৪ পরিক্ষার্থী।

এদের মধ্যে চাঁদপুর সরকারি কলেজ পেয়েছে ১৫৯, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ১১১, পুরানবাজার ডিগ্রি কলেজ ৯১, আল আমিন একাডেমি ৫২ জন, জিলানী চিশতী কলেজ ৬ জন।

এছাড়াও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওছমানিয়া কামিল মাদ্রাসা ০৬, ইশায়াতিল উলুম মাদ্রাসা ০৬ ও শাহতলী কামিল মাদ্রাসা পেয়েছে ০৫ জন।

 

সম্পর্কিত খবর