স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল ২৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় পৌর ভবনস্হ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবনে পৌর মেয়র সঙ্গে জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার মতবিনিময় ।
মতবিনিময় সভায় চাঁদপুর পৌর সভার পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন,
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে।
সবার সহযোগিতায় নির্বাচন মাঠে ভোটারদের দ্বারে দ্বারে ভোট গ্রহণ ও ভোট প্রদান করতে হবে । শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে ও জনগণের সেবা করার সুযোগ দিবেন। জনগণের ভোটাধিকারের প্রয়োগে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবে। শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে পূনরায় জয়লাভ করতে হবে । শুধু তাই নয়, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে আমরা নির্বাচন করি।
জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূইয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার ত্রাণ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, কার্যকরি সদস্য সহিদ পাটওয়ারী, সদর উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সদস্য আবু কাউছার, ব্যাংক কর্মচারী ফেডারেশন সহ-সভাপতি ও জনতা ব্যাংক সিবিএ সভাপতি মোঃ শরীফ উল্লাহ, রেলওয়ে শ্রমিক লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, নৌ-যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মকবুল বেপারী,
রিক্সা শ্রমিক লীগের সভাপতি আঃ আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা, মাসুদ ভূইয়া, নূরু গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন বেপারী, ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ বেপারী, দপ্তর সম্পাদক মন্নান হাওলাদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন মোল্লা, সদস্য ইউসুফ আলী খলিফা সহ সকল নেতাকর্মী।