শামীম আহম্মেদ জয় ; আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে,চাঁদপুর ২ আসনে মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ও আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখহাসিনার সুস্বাস্থ্য কামনা করে ও বাংলাদেশের শান্তি প্রিয় মুসলমান ও, ফিলিস্তিন মুসলমানদের সর্বাধিক মঙ্গল কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন হয়।
মতলব উত্তরের ফরাজীকান্দী মাদ্রাসার পীরে কামেল ইমামুত্ব ত্বরিক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রা) এর রওজা শরীফে বাদ আছর, মিলাদ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরাজীকান্দী দরবার শরিফের ইমাম সাহেব। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক মতলব উত্তর উপজেলা ছাএলীগের অন্যতম সদস্য, রহমত উল্লাহ সরকার লিখন, এস এম নোমান দেওয়ান,জিসান আহমেদ বাবুল, এখলাছপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ মোল্লা, যুবলীগ নেতা শাহিন আলম, এখলাছপুর ইউনিয়ন ছাএলীগ নেতা, সোহেল রানা, রুবেল নেতা, ফয়সাল নেতা, মিনহাজ, অএ মাদ্রাসার ছাএ সহ স্থানিয় সর্বসাধারণ।