হাইমচরে ভাষাবীর এম, এ, ওয়াদুদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

মোঃ হোসেন গাজী : হাইমচরে ভাষাবীর এম,এ,ওয়াদুদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর গ্রান্ড ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।

ফাইনাল খেলায় বন্ধু মহল স্পোর্টিং ক্লাবকে ৩ গোলে হারিয়ে বিজয় অর্জন করে নয়ানি রিভার সাইড।

২৮ অক্টোবর শনিবার বিকালে আলগী বাজার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস মোঃ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারীর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার মোঃ সোহেলের পরিচালনায়, প্রধান অতিথির রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ আলী মাঝি, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন,

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম বাশার, চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম, উপজেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, সাহ উদ্দিন টিটু, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ আলী মাস্টার,

ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার, গাজীপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, হাইমচর থানা অফিসার তদন্ত মিন্টু দত্ত, উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া খান প্রমুখ।

খেলা শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর