প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক চাঁদপুর খবরের প্রথম পৃষ্ঠায় গত ২৬ অক্টোবর ‘চাঁদপুরে পাওনা টাকা চাওয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে প্রাণনাশের হুমকির অভিযোগ ’ র্শীষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের গুনরাজদী ঢালিরঘাট এলাকার অধিবাসী মৃত জয়নাল আবেদীনের ছেলে আবুল বাশার রাঢ়ী,ওমর ফারুক রাঢ়ী,রফিকুল ইসলাম রাঢ়ী ও মনিরুল ইসলাম রাঢ়ী।

প্রকাশিত সংবাদটি ষড়যন্ত্রমূলক, মিথ্যা বানোয়াট ও কাল্পনিক বলে তারা দাবি করেন।তারা বলেন তাদের সাথে টাকা নিয়ে গুনরাজদীর বাসিন্দা ইয়াসিন আরাফাত তালুকদার (মুন্না)র সাথে কোনো বিরোধ নেই।

সংবাদে উল্লেখিত ব্যক্তিদের হেয় প্রতিপন্ন করার জন্য থানায় জিডি করা হয়েছে এবং পত্রিকায় মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন।

নিবেদক,
আবুল বাশার রাঢ়ী গং
পিতা মৃত জয়নাল আবেদীন
গুনরাজদী ঢালিরঘাট
চাঁদপুর পৌরসভা ।

(বিজ্বাপন)

সম্পর্কিত খবর