চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল ২৪অক্টোবর (মঙ্গলবার) চাঁদপুর প্রেসক্লাবে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবে শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং কেক কাটেন সংশ্লিষ্ট সার্কেল ইয়াসিন আরাফাত ও থানার অফিসার ইনচার্জ।
এ ছাড়াও শারদীয় শুভেচ্ছা উপহার সংশ্লিষ্ট সার্কেল ও সকল থানার অফিসার ইনচার্জ গণ বিভিন্ন পূজা মন্ডপে শারদীয় উপহার বিতরণ করেন।
উপহার সামগ্রী বিতরণকে কেন্দ্র করে পূজা কমিটির নেতৃবৃন্দগণ চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম কে ধন্যবাদ জ্ঞাপনসহ ভূয়সী প্রশংসা করেন।
চাঁদপুর প্রেসক্লাবে শুভেচ্ছা উপহার এবং কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্ল্যাহ, সাবেক সভাপতি শহীদ পাওয়ারী, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা ,চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: শেখ মুহসিন আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, যুগ্ম সম্পাদক মোরেশেদ আলম, ফটোজানালিষ্ট এর সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী কমিটির সদস্যগণ।