চাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানে ১১ জেলে আটক

স্টাফ রিপোর্টার: মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্স ১১ জেলেকে আটক করেছেন। এর মধ্যে ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা ও জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

রোববার (২২ অক্টোবর) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পৃথক দুটি অভিযানে এসব জেলেদেরকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি জানান, সকাল ৬টা থেকে ৯টার অভিযানে ৫৫ হাজার মিটার কারেন্টজাল, দুটি মাছ ধরার নৌকা, ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক হয় ৪ জন জেলে। এদের মধ্যে ১জনকে এক মাস, ২ জনকে ১৫ দিন কারাদন্ড এবং ১জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান খাঁন।

অপরদিকে বিকার ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অপর অভিযানে আটক হয় ৭ জন জেলে। এদের মধ্যে ৬জনকে ১০ দিন করে কারাদন্ড এবং একজনকে ১ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাসনিম আক্তার।

এই অভিযানে ৫ হাজার মিটার কারেন্টজাল, ২০ কেজি ইলিশ ও ১টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ এতিম খানায় বিতরণ ও কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

সম্পর্কিত খবর