মতলব দক্ষিনে পূজারত অবস্থায় পুরোহিতের মৃত্যু

মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলায় শারদীয় দুর্গাপূজার অষ্টমীর দিনে (অষ্টমী পূজা) মন্ত্র পাঠ করতে গিয়ে রনজিৎ গাঙ্গুলী ওরফে ভক্ষণ ঠাকুর (৭০) নামে এক পুরোহিত অসুস্থ হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন ।

২১ অক্টবর রোববার দুপুরে উপজেলার ধনারপাড় এলাকার দেবেন্দ্র বৈদ্যের বাড়ির পূজামন্ডপে এ ঘটনা ঘটে। পুরোহিত রনজিৎ গাঙ্গুলীর বাড়ি উপজেলার তিতারকান্দি গ্রামে। ওই গ্রামের মৃত মনমোহন গাঙ্গুলীর ছেলে তিনি। পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১ টায় ওই পূজামন্ডপে মন্ত্র পাঠ করে পূজার আনুষাঙ্গিক কাজ করছিলেন ওই পুরোহিত। আচমকা বুকে তীব্র ব্যথা অনুভব করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি।

এ সময় জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়েন। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় পূজারী ও মন্দিরের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে পারিবারিক শ্মশানে তাঁর মৃতদেহ দাহ করা হয়। মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) সালেহ আহম্মেদ বলেন, ঘটনাটি জেনেছেন। এ ব্যাপারে তাঁর থানায় অভিযোগ বা মামলা হয়নি।

সম্পর্কিত খবর