গাজী মোঃ ইমাম হাসানঃআইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যকে ধারণ করে চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে সদর উপজেলা পরিষদে এসে শেষ হয়। জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনও রেলীতে অংশ নেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও বিআরটি এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।এ সময় তিনি বলেন সড়ক দুর্ঘটনায় খালি হচ্ছে হাজারো মায়ের কোল। সড়ক দুর্ঘটনা বর্তমানে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে যা অত্যন্ত বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত। প্রশাসনের একার পক্ষে সড়ক দুর্ঘটনা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। তবে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই যাত্রী, চালক, পথচারীসহ সকলকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।’
ডিসি আরোও বলেন উচ্চগতি সড়ক দুর্ঘটনার একটি অন্যতম কারণ। তাই ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই শ্লোগানটির যথাযথ প্রয়োগ দরকার।প্রতিটি চালকে প্রশিক্ষণের মাধ্যমে লাইন্সেস প্রদান করতে হবে।ভাল ভাবে প্রশিক্ষণ গ্রহন করে পেশাদার ড্রাইভিংয়ে আসতে হবে।সরকার নিরাপদ সড়কের জন্য ব্যাপক প্রদক্ষেপ গ্রহন করেছে।সড়কের আইন মেনে সবাইকে চলার জন্য মানসিকতা তৈরি করতে হবে। বেশি বেশি নিরাপদ সড়কের প্রচার করতে হবে। তবেই দেশে নিরাপদ সড়ক চাই আন্দোলন বাস্তবায়ন হবে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম. মোসার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর বিআরটিএ ইন্সপেক্টর আফজাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা ,জাতীয় নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, শ্রমিক নেতা মন্টু প্রমুখ।
এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিআরটিএ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, মোটরযান মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।