বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ১১দিন ব্যাপী নাট্যোৎসবের সফল সমাপনী

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০তম বছরে পদার্পন উপলক্ষে ১১দিন ব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবের সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

২১অক্টোবর সমাপনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী।

পরে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী কে সম্মাননা স্মারক প্রদান করেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর শিল্পীগণ।

এসময় বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায় সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা শরীফ চৌধুরী সহ অন্যান্যরা।

সমাপনী দিবসে চাঁদপুরের থিয়েটার ফোরামভুক্ত ৯টি নাট্যসংগঠন তাদের সেরা নাটকের অংশবিশেষ মঞ্চায়ন করেন।

সম্পর্কিত খবর