
চাঁদপুর খবর রির্পোট: চরমেয়াশা সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার চাঁদপুর সদর থানাধীন চরমেয়াশায় ১মবারের মত আয়োজিত সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ এর শুভ উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
পরিদর্শন কালে উপস্থিত সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
উদ্বোধন কালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, পূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশ পূজা চলাকালীন ও পূজা পরবর্তী চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে চরমেয়াশা সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ এর পক্ষ থেকে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় কে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্রী সুভাষ রায়, সাধারণ সম্পাদক শ্রী তমাল কুমার ঘোষ, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বেলায়েত হোসেনসহ চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।