স্টাফ রির্পোটার : বিশ্ব স্কাউট সংস্থার অনুসৃত নিয়ম অনুযায়ী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী সকল জেলা স্কাউটস ও জেলা রোভারের ব্যবস্থাপনায় ৬৬তম জোটা এবং ২৭ তম জোটি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক দূরত্ব, পরিচ্ছন্নতা এবং হাঁচি-কাশি শিষ্ঠাচার মেনে অধিক সংখ্যক কাব স্কাউট, স্কাউট,রোভার স্কাউট যাতে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে এ কার্যক্রমে অংশ গ্রহণের সুযোগ পাওয়ার বিষয়টি লক্ষ্যে রেখে এ বছর জোটা এবং জোটি বাস্তবায়ন করা হচ্ছে।
বিদ্যমান স্কাউট প্রোগ্রামের পাশাপাশি এ কার্যক্রমে অংশগ্রহণ করে স্কাউটরা বিজ্ঞান ভিত্তিক আধুনিক স্কাউটিং কার্যক্রম সম্পর্কে জ্ঞান লাভ ও নিজেকে সম্পৃক্ত করার সুযোগ পাবে। সেই লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা স্কাউটস ও চাঁদপুর জেলা রোভার গতকাল ২১ অক্টোবর শনিবার চাঁদপুর সরকারি কলেজর বিসিসি কম্পিউটার ল্যাব হল রুমে চাঁদপুরের ৬৬তম জোটা ও ২৭তম জোটি আয়োজন করে।
এ অনুষ্ঠানের উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা শাখার সম্পাদক অজয় ভৌমিক।
প্রধান অতিথি ও উদ্ধোধকের বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা শাখার কমিশনার মো: সামছুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের এলটি, ডিআরসি আলম আরা সাফি।
এসময় বক্তারা বলেন, স্কাউটসের ধর্ম হলো একে অপরের সাথে বন্ধুত্ব সৃষ্টি করা। তোমরা এমন কিছু করবে না যাতে স্কাউটসের ভাব মূর্তি নষ্ট হয়। আজকে সারা বিশ্বে স্কাউটিং এর সদস্যরা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি অপর প্রান্তের বন্ধুর সাথে যোগাযোগের রক্ষা করবে।তোমরা ও নতুন বন্ধুত্ব সৃষ্টি করতে পারবে।তাতে তোমরা সকল বিষয়ে জানতে পারবে।এটাই হলো জোটা জোটি।
বাংলাদেশ স্কাউটস রোভার সম্পাদক নজরুল ইসলাম পরিচালনায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।