গাজী মোঃ ইমাম হাসানঃ হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে চরমেয়াশা দূর্গামন্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
শনিবার সকাল ১১টায় তিনি নৌ পথে চরমেয়াশার প্রথম স্থাপিত পূজা মন্ডপ প্রধান অতিথি হিসেবে তিনি পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন বর্তমান সরকার যে কোন ধর্মীয় অনুষ্ঠান সফল ভাবে বাস্তবায়ন করার জন্য ব্যাপক প্রদক্ষেপ গ্রহন করেছেন। দূর্গা পূজার সময় কোন মন্ডপে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, তার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যাপক ভাবে আইনি জোরধার রাখা হয়েছে। পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে থাকতে পারে তার জন্য আইনি ব্যবস্থা সার্বক্ষনিক জোরধার করা হয়েছে।
হিন্দু-মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় সম্প্রীতি হলো শিক্ষা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গড়ে গেছেন। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে যাচ্ছেন।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের মানুষ যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালনে বিশ্বে নজির রেখেছে। দেশে এই ধারা অব্যাহত থাকবে। সকল উৎসব এদেশের জনগণ শান্তিতে পালন করবে। আর এ কাজে পুলিশ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পূজামন্ডপে যেন কোনও ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য পূজা উদযাপন পরিষদের নেতাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে।
চরমেয়াশা দূর্গা পূজা মন্ডপের সভাপতি সুমন সরকার জয়ের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াছিন আরাফাত, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, চাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ শেখ মোঃ মুহসিন আলম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংবাদিক লক্ষণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদযাপন উদযাপন কমিটির সভাপতি নেপাল সাহা, বিশিষ্ট্য ব্যবসায়ী গোপাল সাহাসহ পূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এ সময় সদর উপজেলা পূজা উদযাপন কমিটি ও চরমেয়াশা দূর্গা পূজা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ভক্তগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন চরমেয়াশা দূর্গ পূজা মন্ডপের সাধারণ সম্পাদক শ্রীধাম চন্দ্র দাস।