চাঁদপুর সদর উপজেলা দলিল লিখক সমিতির নির্বাচিত কমিটির শপথ

স্টাফ রিপোর্টার : সদ্য নির্বাচিত চাঁদপুর সদর উপজেলা দলিল লিখক সমিতির নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা সাব রেজিস্ট্রার অফিস মিলনায়তনে উক্ত শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা দলিল লিখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব খোরশেদ আলম বাবুলের সভাপ্রধানে উক্ত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাব রেজিস্ট্রার মোঃ মহসীন আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সাবরেজিস্টার একেএম মাহমুদুল হক।

উক্ত অনুষ্ঠানে নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সহ -সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম ভুট্টো ,সাংগঠনিক সম্পাদক মফিজ উল্যা, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল আলম রিয়াদ, অর্থ সম্পাদক শাহজাহান বেপারী, প্রচার সম্পাদক হাবীব মীর, কার্যকরী সদস্য হোসেন আলী দেওয়ান, হুমায়ুন ও বশির উদ্দিন কে শপথ পাঠ করান জেলা সাবরেজিস্টার মোঃ মহসীন আলম।

পরে নবনির্বাচিত কমিটি নেতৃবৃন্দ জেলা ও সদর উপজেলা রেজিস্ট্রার কে ফুলেল শুভেচছা জানান

সম্পর্কিত খবর