বাল্যবিয়ে প্রতিরোধ করল চাঁদপুর সদর প্রশাসন

স্টাফ রিপোর্টার : বাল্য বিয়ে না দেয়ার জন্য কঠোর নজরদারি থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চাঁদপুর শহরের বাবুরহাট বাজার এলাকায় প্রস্তুতি নেয়া হয় বাল্যবিয়ের। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ওই বিয়ের সব প্রস্তুতি বন্ধ করে দেয়।

শনিবার (২১ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

তিনি বলেন, শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমআ বাবুরহাট বাজারের জনৈক লোকমান মিজির বাড়ীতে বাল্যবিবাহের আয়োজন চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত তথ্য উপজেলা প্রশাসনের নজরে আসে। প্রশাসনের তৎপরতায় উক্ত অপরাধ সংঘটনের পূর্বেই আইনানুগভাবে প্রতিরোধ করা হয় এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী অভিভাবকের মুচলেকা গ্রহণ করা হয়।

এ সময়ে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক নাছিমা আক্তার এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা।

সম্পর্কিত খবর