চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভূইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া

ইব্রাহিম খান : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা জেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভূইয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।

২১ অক্টোবর শনিবার বাদ আছর মধ্য ইচলী ভূইয়া বাড়ী জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মধ্য ইচলী পাকা মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ উল্ল্যাহ ও মিলাদ কেয়াম পরিচালনা করেন শাহ সুফি শাহেন শাহ জামে মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান গাজী।

চাঁদপুর জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গনির পরিচালনায় মিলাদ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল প্রমূখ ।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মরহুমের ছেলে জেলা স্বেচ্ছসেবক লীগের সহ-সভাপতি ফারুক ভূইয়া,জেলা যুবলীগের সদস্য বাদল,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী,জেলা মৎসজীবি লীগের সহ- সভাপতি শাহ আলম মল্লিক, চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রবিন পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মরহুম মালেক ভূইয়া এই এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন। সবচেয়ে বড় কথা মুক্তিযুদ্ধের সময় উনি নিজের জীবন বাজি রেখে এদেশের জন্য যুদ্ধ করেছেন।মুক্তিযুদ্ধের সময় উনার যে ভূমিকা ছিল তা হয়তো আজকে অনেকেরই অজানা।শুধু তাই নয়।আজকে যারা আওয়ামী লীগ করে তাদেরতো সু-দিন কিন্তু এই মালেক ভূইয়ারা আওয়ামী লীগের দুর্দিনে দলের হাল ধরেছেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক ভূইয়া ২০০৯ সালের এই দিনে মৃত্যুবরন করেন।

সম্পর্কিত খবর