
ফারুক হোসেন :পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, শিক্ষকদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকার সবসময় আন্তরিক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধি করেছেন। শিক্ষকদের আস্থা ও ভরসার স্থল তিনি। তাই উন্নত-সমৃদ্ধ মর্যাদাশীল দেশ গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিন উপজেলার সব কলেজের শিক্ষকদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষাখাতে অভাবনীয় উদ্যোগ নিয়েছে সরকার। বিনামূল্যে বই বিতরণ, মেধাবৃত্তি ও উপবৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষাখাতে বাজেট বরাদ্দ যা বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের ১৩ গুণ বেশি, শিক্ষক নিয়োগ ও মর্যাদা বৃদ্ধি, নতুন বিদ্যালয় স্থাপন, কওমি মাদ্রাসার শিক্ষা, দারিদ্রপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি, সাক্ষরতার হার বৃদ্ধি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড, কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ করছে।
মতলব সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে, মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মেজবাহ উদ্দিন সরকার, ছেংগারচর সরকারি কলজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াছিন হুসাইন ঢালী,নিশ্চিন্তর কলেজের অধ্যক্ষ কামাল হোসেন,নারায়নপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন,মতলব রয়মনন্নেছা কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র সরকার, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন,কালিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনামুল হক, শরীফ উল্যাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরীফ হোসেন, ধনাগোদা তালতলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন,নারায়নপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মুক্তার হোসেন,
লুধুয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান,ছেংগারচর সরকারী কলেজের প্রভাষক কামরুর হাসান, রয়মনন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ,কালিপুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক এসএম শরীফ হোসেন,নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের প্রভাষক আল আমিন পারভেজ, মুন্সিরহাট কলেজের সহকারী অধ্যাপক জসিম উদ্দিনমৃধা,
মুন্সিআজিম উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক কামরুর আহসান,সুজাতপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহীন খান,ধনাগোদা তালতলী স্কুল এন্ড কলেজের প্রভাষক আমিনুল ইসরাম আকাশ, মতলব সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোশারেফ হোসেন।