চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৩৫ জেলে আটক : ৭টি নৌকা জব্দ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর নৌ-সীমানার মেঘনা ও পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৩৫ জেলেকে আটক ও ৭টি নৌকা জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে চাঁদপুর নৌ-থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন

বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নৌ থানা পুলিশ ৭টি নৌকা জব্দ ও ৩৫ জন জেলেকে আটক করতে সক্ষম হয়েছে।

জানা যায়, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামানের সার্বিক তত্বাবধানে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মিপুর মডেল ইউনিয়ন ও হানারচর ইউনিয়নের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সরকার নিষিদ্ধ সময় মা ইলিশ আহরণকালে অপ্রাপ্ত বয়স্কসহ ৩৫ জেলেকে আটক করা হয়।

চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর