শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা

চাঁদপুর খবর রির্পোট: আগামী ২৫শে অক্টোবর চাঁদপুর স্টেডিয়ামে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও উন্নয়ন সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুরের সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২০অক্টোবর (শুক্রবার) শিক্ষামন্ত্রীর বাসভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল ,ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও বর্তমান যুবনেতা শেখ মোঃ মোতালেব সহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য আগামী ২৫অক্টোবর চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় একযোগে ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।

সম্পর্কিত খবর