স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
গতকাল ২০ অক্টোবর শুক্রবার চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গনে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
তিনি বক্তব্যে বলেন, আমি ধন্যবাদ জানাই চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের সরকারি রেজিস্ট্রার (মেডিসিন) ডাঃ পীযূষ সাহা ও প্রসূতী চিকিৎসক ডাঃ শর্মিষ্ঠা দে কে। পূজা সকল স্হানে হয়। কিন্তু চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদ যে আয়োজন করেছে তা মহতি উদ্যোগ। যারা মেডিকেলে যেতে পারছেনা তাদেরকে চিকিৎসা সেবা দেওয়াটা একটা মহৎ কাজ। এই মানবিক কার্যক্রম ও উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। শুধু এখানেই নয়, আপনারা চিকিৎসকদের চেম্বার গুলোতো এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করলে অসহায় মানুষ উপকৃত হবে।
তবেই আপনাদের মতো চিকিৎসকদের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে। মানবিক দিক বিবেচনা করে আপনারা আজকে যে সেবা দিচ্ছেন তার জন্য আবারো আপনাদেরকে ধন্যবাদ জানাই।চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশে চাঁদপুর জেলা ২২৫ টি পূজা মন্ডপে সার্বিক ভাবে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে। এখন থেকে শুরু করে বিসর্জনের দিন পর্যন্ত আমাদের এই নিরাপত্তা থাকবে। বিসর্জনের সময় নদীতে পুলিশ টহল দিবে । যেসব স্হানে ঘট পূজা হয় সেখানে নিরাপত্তা থাকবে।
আমি নিজেও একজন সনাতন ধর্মাবলম্বীর মানুষ। আমরা যেন মায়ের আরাধনা সুন্দরভাবে করতে পারি সেদিকে আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে। আমরা প্রশাসনিক দিক থেকে সকল পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। দুর্গা উৎসবের আনন্দ সকলের।
পূজা ছাড়া যে সকল সামাজিক কার্যক্রম রয়েছে আমরা সবাই মিলে তা করবো। বাংলাদেশ হলো একটি ধর্মনিরপেক্ষ দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি অসাম্প্রতিক রাষ্ট্রের। তার কণ্যা শেখ হাসিনা সেই রাস্ট্র প্রতিষ্ঠা করতে কাজ করছেন।
তিনি ২০৪১ সালের মধ্যে এ দেশকে উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার মানসিকতায় কাজ করছে। যারা ধর্মীয় আচার অনুষ্ঠান বানচাল করতে চায় তারাই প্রকৃত সংখ্যালঘু। বাংলাদেশে হিন্দু-মুসলিম – বৌদ্ধ- খ্রিস্টান সকলেই একটি সুন্দর দেশ চায়। আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা সবাই বাঙ্গালী। শেখ হাসিনার হাত ধরে এই উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাবে।
চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন সরকার জয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন, পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মা, চাঁদপুর মডেল থানার ইন্টেলিজেন্ট অফিসার শামসুল আলম,জেলা পূজা উদযাপন উপলক্ষে পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, হাসপাতালে সরকারি রেজিস্টার মেডিসিন ডাঃ পীযূষ সাহা, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ শর্মিষ্ঠা দে, পৌর পূজা মাধুরী সাহা,জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার।
গীতা পাঠ করেন জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাস অধিকারী।