শাহতলীতে গ্রাম পুলিশ বাদশা হয়রানির স্বীকার !

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলী গ্রামে স্থানীয় জনগন কর্তৃক হাতেনাতে চোর সুমন খানকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করায় গ্রাম পুলিশ মো:বাশার গাজী ওরপে বাদশা হয়রানির স্বীকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে ।

চাঁদপুর সদর মডেল থানায় এজহারভুক্ত মামলায় আটককৃত চোর সুমন খান(২৫) এর মা জাহানারা বেগম (জানু) শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অভিযোগ এনেছে গ্রাম পুলিশ বাদশার বিরুদ্ধে । নানাভাবে হয়রানি করছে ।

জানা গেছে,চাঁদপুর সদর মডেল থানায় এজহারভুক্ত চুরির মামলাটি তদন্ত করছে এসআই আব্দুল কুদ্দুস ।আটক চোর সুমন চাঁদপুর জেলা কারাগারে রয়েছে ।

নিভরযোগ্য সূত্রে জানা গেছে,চুরির ঘটনা ধামাচাপা দিতে গত ৮ অক্টোবর আটককৃত চোর সুমন খান এর মা গ্রাম পুলিশ বাদশার বিরুদ্ধে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ দায়ের করেছেন। যার কোন ভিত্তি নেই।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি সময়ে শাহতলী তপাদার বাড়িতে রাশেদ তপাদার এর বসতঘরে ডুকে মোবাইল, নগদ টাকা ও স্বর্নালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী রাশেদ তপাদার। এর প্রেক্ষিতে সদর মডেল থানা পুলিশ চোর সুমন খানকে গ্রেফতার করে। এতে সহযোগিতা করেন গ্রাম পুলিশ বাদশা। আর এজন্য গ্রাম পুলিশ বাদশাকে আটকৃকত চোর সুমন খানের মা জানু শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদকে মিথ্যা অভিযোগ দাখিল করেছে ।

এ বিষয়টি সুষ্ঠু তদন্ত ও দায়ী বাদী চোর সুমন খানের মা জানুর বিচার দাবী করেছে গ্রাম পুলিশ বাদশা । এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার ,সদর উপজেলা নিবাহী অফিসার ,সদর মডেল থানার ওসি ও শাহমাহমুদপুরের ইউপি চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেছে গ্রাম পুলিশ বাদশা ।

সম্পর্কিত খবর