ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা বৃহস্পতিবার বিকেলে (১৯ অক্টোবর)অনুষ্ঠিত হয়েছে।
বাগাদী দরবার শরীফের পীরজাদা ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাগাদী ইউনিয়ন কমিটির সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাগাদী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাদ্দাম হোসাইন, ইউনিয়ন কমিটির সহ সভাপতি বাগাদী চৌরাস্তা বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আলি হোসাইন ও ইমাম হাফেজ জসিম উদ্দিন, ঢালিরঘাট জামে মসজিদের ইমাম হাফেজ বিল্লাল হোসাইন, তরুন বক্তা পীরজাদা মোখতার আহমেদ আব্দাল প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার কয়েক শ লোক জড়ো হয়।
সভায় বক্তরা ইসরাইল পণ্য বর্জনের জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানান এবং আগামী শনিবার শহরের বাইতুল আমিন শপথ চত্বরে সমাবেশে যোগ দেয়ার আহবান জানান।