চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে চাঁদপুর জেলা প্রশাসন অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে সদর উপজেলা পর্যায়ের জেলা প্রশাসন অলিম্পিয়াড উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্যাহ, চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মীর রাজ্জাক , চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার সাইদা আলম, চাঁদপুর ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, চাঁদপুর লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীগণ সহ সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীগণ চূড়ান্ত পর্যায়ে অন্যান্য উপজেলার বিজয়ীদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন।
উল্লেখ্য, গত বছরের ন্যায় এবারও চাঁদপুর জেলাব্যাপী চলছে জেলা প্রশাসন অলিম্পিয়াড। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে পৌর ও উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগিবৃন্দ অংশগ্রহণ করবেন জেলা পর্যায়ে। জ্ঞান, মেধা, নেতৃত্ব ও সৃজনশীলতার এই আয়োজনে আজ শেষ হয়েছে চাঁদপুর সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা।