শাহতলীতে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম-শৃংখলা বিষয়ে সভা

চাঁদপুর খবর রিপোর্ট ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়,

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়দ্বয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা, পরিস্কার-পরিচ্ছন্নতা ও সম-সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮অক্টোবর (বুধবার) দুপুরে কলেজের সভা কক্ষে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শাহতলীস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তা-কমচারীদের নিয়ন-শৃঙ্খলা মেনে চলতে হবে। কেউ শৃংখলা ভংগ করলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে । প্রতিষ্ঠান প্রধানগণসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। যদি এর কোন ব্যতয় ঘটে তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। যে কোন চাকুরীর একটি নিয়মের মধ্যে করতে হয়।

সেই নিয়ম মেনে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতি সপ্তাহ বৃস্পতিবার ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা চলবে । কোনভাবেই উর্ধ্বতনদের নির্দেশনা অমান্য করা যাবে না।
এসময় আরো বক্তব্য রাখেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো: হযরত আলী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মো: মামুন বেপারী সহ সকল প্রতিষ্ঠানের অফিস সহায়কগণ।

সম্পর্কিত খবর