স্টাফ রির্পোটার : চাঁদপুরে ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে মা ইলিশ রক্ষা অভিযান।চলমান এই অভিযানে ১২ ই অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চাঁদপুর সদর নৌ-থানার অভিযানে ১ কোটি ১০ লক্ষ ৮ হাজার ৫শত মিটার কারেন্ট জালসহ ৯৫ জন জেলেকে আটক করা হয়েছে।
এছাড়াও এসময়ে ২৫৩ কেজি মাছ ও ২১ টি নৌকা জব্দ করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ১০ জন অপাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে মোসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকী জেলেদেরকে বিভিন্ন মামলায় সাজা দেওয়া হয়। এখনও পর্যন্ত জেলেদের বিরুদ্ধে মোট মামলা হয়েছে ১৩ টি।
জানাযায়, চলমান এই অভিযানে চাঁদপুর সদর নৌ-থানা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।যারফলে এবছর নদীতে জেলেদের তৎপরতাও কম দেখা যায়। তবে একাধিক জেলের দেওয়া তথ্য মতে অন্যান্য বছরের চেয়ে এবছর এই সময়ে নদীতে মাছের পরিমান অনেক কম।
চাঁদপুর সদর নৌ-থানার ওসি কামরুজ্জামান বলেন, আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি যাতে জেলেরা কোন অবস্থাতেই নদীতে নামতে না পারে।তারপরও যেসব অসাধু জেলেরা নদীতে নামে আমরা কিন্তু তাদেরকে ধরে একাধিক মামলায় জেলে দিয়েছি।