দেশ রক্ষায় আ’লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে : ড.শামসুল আলম

ফারুক হোসেন : পরিকল্পনা প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শামসুল আলম বলেন,দেশ ও দেশের মানুষ রক্ষায় এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে চতূর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্ব বহাল রেখেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। নির্বাচন কমিশনও অবাধ নির্বাচন আয়োজনের সক্ষমতা রাখে।

বুধবার রাতে মতলব উত্তরে ইসলামাবাদ গ্রামে (পরিকল্পনা প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে) মতলব উত্তর ও দক্ষিন উপজেলার আওয়ামীলীগের নেতা কর্মীরা সৌজন্য সাক্ষাৎকালে ড.শামসুল আলম এ কথাগুলো বলেছেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে প্রাণপণ কাজ করে চলেছেন। টানা চতূর্থবার প্রধানমন্ত্রী হয়ে তিনি অসমাপ্ত কাজগুলো শেষ করবেন। আওয়ামী লীগকে ভোট দিয়ে এ কাজগুলো শেষ করার সুযোগ দিতে হবে। গত ১৫ বছরের সরকারের উন্নয়নের চিত্র জনগনের কাছে তুলে ধরতে হবে।

এ সময় মতলব উত্তর ও দক্ষিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

সম্পর্কিত খবর