
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে শেখ রাসেল দীপ্তিময় “নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
গতকাল ১৮অক্টোবর (বুধবার) চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ।
সকাল সাড়ে ৯টায় চাঁদপুর স্টেডিয়ামে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন চাঁদপুর কর্তৃক আলোচনা সভা, শিশুতোষ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে।