চাঁদপুরে যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালন

গাজী মোঃ ইমাম হাসানঃচাঁদপুরে যথাযথ মর্যদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

১৮ অক্টোবর বুধবার সরকারি নির্দেশনা অনুযায়ী চাঁদপুরে দিবসটি পালনকল্পে সরকারি এবং বেসরকারি ভাবে নানা কর্মসূচি পালন করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর স্টেডিয়াম সম্মুখে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতি স্থাপন করা হয়। সোমবার সকালে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে চাঁদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সেখানে জেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান।

প্রথমেই পুষ্পস্তবক অর্পন করেন চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়,জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

এরপর পর্যায়ক্রমে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), কোস্টগার্ড চাঁদপুর স্টেশন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর, জেলা পরিষদ চাঁদপুর, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর, মাদকদ্রব্য অধিদপ্তর চাঁদপুর, চাঁদপুর জেলা মৎস্য বিভাগ, বাংলাদেশ শিশু একাডেমী চাঁদপুর, চাঁদপুর গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগ, মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউ চাঁদপুর, মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, চাঁদপুর, মৎস্য গবেষণা কেন্দ্র চাঁদপুর, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর, চাঁদপুর পৌরসভাসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে চাঁদপুর শহরে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে রেলী বরে করা হয় ।
এছাড়াও চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

উল্লেখ্য : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

সম্পর্কিত খবর