চাঁদপুর খবর রিপোর্টঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
১৮অক্টোবর (বুধবার) উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, তোমাদের পড়ালেখার মূল স্তর হচ্ছে এসএসসি পরীক্ষা। এখান থেকেই উচ্চ শিক্ষার স্তরে উঠতে হয়। তোমাদের ভালো ফলাফল অর্জন করতে হবে। আমি আশা রাখি তোমরা সকলে এসএসসি পরীক্ষায় ভালো কিছু করবে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকবৃন্দ তোমাদের প্রতি খুবই আন্তরিক। আন্তরিকতার সাথে তোমাদের পাঠদান করায়।
তিনি বলেন, এ বিদ্যালয়টি এ অঞ্চলে একটি মডেল বিদ্যালয় হবে। আর এজন্য তোমাদের ভূমিকা রাখতে হবে। ভালো ফলাফল অর্জনের মাধ্যমেই তোমাদের বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে। তোমরা এ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে পাশের জিলানী চিশতী কলেজে ভর্তি হতে পারবে। শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি সহযোগিতায় এ বিদ্যালয়ে এ ভবনটি নির্মান করা হয়েছে।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র কাছে হস্তান্তর করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। হস্তান্তর শেষে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারি শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, অফিস সহকারি মাওলানা মামুন হোসাইন, খন্ডকালীন শিক্ষক শারমিন আক্তার, খন্ডকালীন শিক্ষক মো: মেহেদী হাসানসহ অন্যান্যরা।