
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১৩ সেপ্টেম্বর চাঁদপুর পৌরসভার নিবাসী নির্মমভাবে হত্যা স্বীকার অটোরিকশা চালক দুলালের পরিবারের পাশে দারিয়েছেন চাঁদপুর সদর উপজেলা প্রশাসন।
গতকাল ১৬ অক্টোবর (মঙ্গলবার) চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুলালের স্ত্রী কোহিনুর বেগম-কে একজোড়া গবাদিপশু উপহার হিসেবে প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহ, চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার জামাল উদ্দিন সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে দুবৃর্ত্তদের হামলায় নিহত রিকশাচালক দুলাল স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসন্তান রেখে গেছেন।