চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে ওমেন আইটি সার্ভিস প্রোভাইড কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৭ আক্টোবর (মঙ্গলবার) বিকেল ৩টায় দ্বারকানাথ (ডি.এন.) হাইস্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে “হার পাওয়ার প্রজেক্ট” এর আওতায় প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন ওমেন আইটি সার্ভিস প্রোভাইড কোর্সের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
পরে চাঁদপুর সদর উপজেলা আইসিটি অফিসার নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
উদ্বোধন শেষে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার হৃদয়ে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন।
এসময় ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।