উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি পরিদর্শনে শিক্ষা অফিসার কামাল

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।

গতকাল ১৬অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১১টায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

পরিদর্শন শেষে চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন ৬ষ্ঠ ও ৭ম শ্রেনির অভিজ্ঞতা পর্যবেক্ষন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, সহকারি প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারি শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, খন্ডকালীন শিক্ষক মো: মেহেদী হাসান, খন্ডকালীন শিক্ষক শারমিন আক্তার, কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ।

পরে চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন সদর উপজেলার শাহতলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

সম্পর্কিত খবর