প্রধানমন্ত্রী কর্তৃক ৪৩০টি নদী, খাল,জলাশয় এর শুভ উদ্বোধন

চাঁদপুর খবর রির্পোট: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৮০টি সমাপ্ত প্রকল্প ও ৪৩০টি নদী, খাল, জলাশয় ও “কমিউনিটি আই সেন্টার” এর শুভ উদ্বোধন এবং ২০টি নতুন অনুমোদিত প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬ অক্টোবর পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন ৮০টি সমাপ্ত প্রকল্প ও ৪৩০টি নদী,খাল,জলাশয় এর শুভ উদ্বোধন, ২০টি নতুন অনুমোদিত প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং চতুর্থ পর্যায়ে ৭টি বিভাগে ২৮টি জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্থাপিত “কমিউনিটি আই সেন্টার” এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের নদী-নালাগুলো মানুষের জীবনের মতো, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হলে এগুলোর প্রবাহ ঠিক রাখতে হবে।।অধিকিন্তু, প্রান্তিক পর্যায়ে আধুনিক চক্ষু চিকিৎসা সেবার প্রসার ঘটাতে কমিউনিটি আই সেন্টারগুলো অগ্রণী ভূমিকা পালন করবে।

উক্ত অনুষ্ঠানে চাঁদপুর প্রান্ত থেকে সংযুক্ত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত খবর