
মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল এবং একটি সিএনজি সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১৫ অক্টবর অফিসার ইনচার্জ রিপনা বালার নিদের্শনায় ওসি তদন্ত সালেহ আহম্মেদের সহযোগিতায় এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আউয়াল, ও সঙ্গীয় ফোর্সের অভিযানে মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউপির নাটশাল এলাকায় নাটশাল টু চেঙ্গাতলী সড়কে নতুন ব্রীজের উপর হইতে অভিযান পরিচালানা করিয়া ১. মোঃ রুহুল আমিন(৩৪), পিতা-দুলাল বেপারী, তার বর্তমান ঠিকানা ভুইঘর,কুতুবপুর-১৪২১,-নারায়ণগঞ্জ ২. মোঃ জহির(২৫), পিতা-দুলাল বেপারী , তার বাড়ী বালাখাল (বেপারী বাড়ী) , উপজেলাব হাজীগঞ্জ, জেলা -চাঁদপুর,
আটক দুই আসামীকে ৩০ বোতল ফেন্সিডিল এবং একটি সিএনজি সহ উদ্ধার পূর্বক মাদক আইনে মামলায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন ৩০ বোতল ও একটি সিএনজি সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। আমাদের অভিযান অব্যহত থাকবে ।