![](https://chandpurkhobor.com/wp-content/uploads/2023/10/foried-gong-press-club.jpg)
ফরিদগঞ্জ ব্যুরো: ‘দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে’ এ স্লোগানকে সামনে রেখে পথচলা ফরিদগঞ্জের সাংবাদিকদের একমাত্র সংগঠন ‘ফরিদগঞ্জ প্রেসক্লাব’র কার্য-নির্বাহী কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ’র সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাব’র বিগত ৩ বছরের আয়-ব্যায়ের হিসেব’র প্রতিবেদন দাখিল করেন অডিট কমিটি। সংগঠনের সদস্যদের জন্য কল্যাণ তহবিল গঠনকল্পে আলোচনা করা হয়। দেশ ও মানুষের কল্যাণে ফরিদগঞ্জ উপজেলাবাসীর সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিতিরা।
সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, একেএম সালাউদ্দিন, আমান উল্যাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, অর্থ সম্পাদক আক্তার হোসেন,সহঅর্থ সম্পাদক রুহুল আমিন খাঁন স্বপন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন,
প্রকাশনা সম্পাদক ডা. ইমাম হোসেন সৌরভ, আইসিটি সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক মৃধা, ক্রীড়া সম্পাদক আলি হায়দার টিপু পাঠান, সাহিত্য সম্পাদক জাহিদ হোসেন, তথ্য প্রশিক্ষন সম্পাদক বারাকাত উল্যাহ পাটওয়ারী, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, পাঠাগার সম্পাদক মাছুম আলম তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, নির্বাহী সদস্য এমরান হোসেন লিটন, জাকির হোসেন সৈকত, মো. শিমুল হাছান, আবু তালেব সর্দার।