চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা

চাঁদপুর খবর রির্পোট: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল ১১অক্টোবর চাঁদপুর সদর উপজেলার হাজী মহসিন রোড এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন চাঁদপুর ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক নূর হোসেন।

অভিযানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন সস দিয়ে খাবার তৈরির দায়ে ক্যাফে কুইন্সকে ৭হাজার টাকা জরিমানা করা হয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ফরিদগঞ্জ ফার্মেসিকে ৩হাজার জরিমানা করা হয়। সর্বমোট ২টি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সার্বিক সহযোগিতা করেন ডিস্ট্রিক্ট স্যানিটারি ইন্সপেক্টর, পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি টিম।

সম্পর্কিত খবর