মতলব প্রতিনিধি : সমাজসেবা অধিদফতরের অর্থায়নে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় মতলব দক্ষিন উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মতলব দক্ষিণ উপজেলার দুইজন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসার জন্য বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয় ।
গত ১১ অক্টোবর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার নারায়নপুর ইউনিয়নের চরপয়ালী গ্রামের মোঃ আলেক মিয়া ও উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি গ্রামের মোঃ দেলোয়ার হোসেনকে দোকান ভাড়া, দোকানের আসবাবপত্র ক্রয় ও পুঁজি বাবদ নগদ অর্থ প্রদান করা হয় । দুজন ভিক্ষুকের প্রত্যেককে নগদ অর্থ ও মালামাল বাবদ ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা প্রদান করা হয় ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ । উপজেলা নির্বাহি অফিসার রেনু দাসের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, ক্রীড়া সম্পাদক সমির ভট্টাচার্য্য, গন্যমান্য ব্যাক্তি বর্গরা ।