চাঁদপুর খবর রির্পোট: আজ শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা: দীপু এমপি ১দিনের সফরে চাঁদপুর আসছেন।
গতকাল ৫ অক্টোবর (বৃহস্পতিবার) শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
সফরসূচীর মধ্যে রয়েছে ৬অক্টোবর (শুক্রবার) ভোর ৬টায় ঢাকা হেয়ার রোডের বাসভবন হতে সদরঘাট ঢাকা’র উদ্দেশ্যে যাত্রা। এদিন ৭টা ২০মিনিটে ঢাকা সদরঘাট-এ উপস্থিতি ও চাঁদপুর নদীবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ২০মিনিটে চাঁদপুর নদীবন্দরে উপস্থতি ও সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। ১০টা ৩০মিনিটে চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত থাকবেন।
এদিন সকাল ১১টায় চাঁদপুর জেলা আনসার এডজুডেন্ট কার্যালয়ে জেলা আনসার ভিডিপি সমাবেশে যোগদান করবেন। এদিন বিকাল ৩টায় চাঁদপুর স্টেডিয়াম জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট (অনুর্ধব-১৭) বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট (অনুর্ধব-১৭)এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকাল ৪টায় চাঁদপুর ষোলঘর আর্দশ উচ্চ বিদ্যালয়ে চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভায় অংশগ্রহন করবেন।
এদিন বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর শিল্পকলা একাডেমীতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্র সমাজ ও তরুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীল বৃদ্ধির লক্ষে বাংলাদেশ চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন। এদিন বিকাল সাড়ে ৫টায় মন্ত্রীর চাঁদপুরস্থ জেএনসেনগুপ্ত রোডস্থ বাসভবনে চাঁদপুর নির্বাচনী এলাকায় অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী হতে প্রাপ্তি আর্থিক সাহায্যের চেক বিতরন করবেন।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর প্রেসক্লাবে চাঁদপুরের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক স্মারক অনুষ্ঠানে যোগদান করবেন। আলোচ্য বিষয়-দেড়শ বছরের সাংবাদিকতা ও চাঁদপুর।
৭অক্টোবর (শনিবার) ভোর ৬টায় চাঁদপুর হতে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ৯টায়
ঢাকা সদরঘাটে উপস্থিতি ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি কমপ্লেক্স, আগারগাঁও এর উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স, আগারগাঁও উপস্থিত থাকবেন।