
মোঃ হোসেন গাজী : হাইমচরে চার দিন আগে হারিয়ে যাওয়া আয়েন দালাল, পিতা আঃ আলী হোসেন দালাল (১৪) নামের এক প্রতিবন্ধী কিশোরকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার ( ৫ অক্টোবর ) দুপুরে প্রতিবন্ধী কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন। প্রতিবন্ধী কিশোরের বাড়ি রায়পুর লক্ষীপুর চর আবাবিল গ্রামের আঃ আলী হোসেন দালাল এর ছোট ছেলে প্রতিবন্ধী কিশোর আয়েন দালাল।
নীলকমল নৌ পুলিশ ফার্ড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানায়, বুধবার (৪ অক্টোবর) বিকেলে চরভৈরবী এ ওয়ান চাইনিজ হোটেলের সামনে প্রতিবন্ধী কিশোর আয়েন দালাল এলোমেলোভাবে চলাফেরা করছিল। বিষয়টি দেখে আমাদের পুলিশকে জানান। পরে আমরা মাইকিং করে এবং সংবাদ কর্মীদের ফেসবুকের মাধ্যমে প্রচার করলে পরিবার কিশোর আয়েন দালাল চিনতে পেরে নীলকমল নৌ পুলিশ ফার্ড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেনকে পরিবার ফোন দিয়ে পরিচয় পায়।
প্রতিবন্ধী কিশোরের দাদা বলেন চার দিন আগে বাড়ি থেকে হারিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আজ চরভৈরবী নৌ পুলিশের মাধ্যমে আমার নাতিকে খুঁজে পেলাম। তিনি আরো বলেন আমি নীলকমল নৌ পুলিশ ফার্ড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সহ পুলিশকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।