চাঁদপুরে ৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মূল্যবান গাছ কেটে বিক্রি!

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড পূর্ব শ্রীরামদি ৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকটি মহামূল্যবান মেহগনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে।

গত দুদিন যাবত স্কুলের পাশে থাকা গাছগুলো প্রকাশ্যে দিবালোকে কেটে নিয়ে গেছে বাহার নামে এক যুবক।

সম্প্রতি ৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা পুরাতন ভবনটি ভেঙে নেওয়ার জন্য সদর উপজেলায় ২ লক্ষ ৬৮ হাজার টাকায় টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে খোকন মজুমদার নামে এক ঠিকাদার পেয়েছেন।

স্কুল ভবন টেন্ডার হলেও স্কুলের আশেপাশে থাকা মেহগনি গাছগুলো টেন্ডার হয়নি। তবে ঠিকাদার খোকন মজুমদার কর্তৃপক্ষকে না জানিয়ে রঘুনাথপুর ভাঙারপুল এলাকার জনৈক সাবেক ছাত্রলীগ নেতা বাহার নামে এক যুবকের কাছে মোটা অংকের টাকার বিনিময় গাছগুলো বিক্রি করে।

স্কুল কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে পুরাতন ভবনের সাথে গাছগুলোর টেন্ডার হয়েছে ভুয়া কথা বলে প্রকাশ্যে মানুষের চোখে ধুলা দিয়ে এই গাছগুলো কেটে নেয়।

এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে, ইলেকট্রনিক্স ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলে জনৈক ছাত্রলীগের সাবেক নেতা সেই বাহার এসে উপস্থিত হয়ে সংবাদ প্রচার না করার জন্য ম্যানেজ করার চেষ্টা করে।

স্কুলের গাছ টেন্ডার ছাড়া কেটে নেওয়ার ঘটনায় বাহারের কাছে জানতে চাইলে তিনি বলেন, চাঁদপুরে ১০টি পুরাতন স্কুল ভবন ভেঙে ফেলার জন্য টেন্ডার হয়েছে। পূর্ব শ্রীরামদি ৩ নং বালক স্কুলটি খোকন মজুমদার নামে এক ঠিকাদার পেয়েছে। তার কাছ থেকে পুরাতন স্কুল ভবনটি ভাঙ্গারীর ব্যবসায়ী পুরান বাজারের মিন্টু কিনেছে এবং স্কুলের পাশে থাকা মেহেগুনি গাছগুলো কিনে নিয়ে কেটে নিচ্ছি। তবে কাগজপত্র আছে কিনা সেটা খোকন মজুমদার বলতে পারবে।

এদিকে স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই মহামূল্যবান গাছগুলো সকলের চোখ ফাঁকি দিয়ে কেটে নেওয়ার ঘটনায় জনমনে মিশ্র প্রক্রিয়া সৃষ্টি হয়েছে।

টেন্ডার প্রক্রিয়া ছাড়া কিভাবে গাছগুলো কেটে নিল এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা কোন ধরনের মন্তব্য করেনি।

এই ঘটনাটি তদন্ত টিম গঠন করে ঠিকাদার ও জনৈক্য বাহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানাই সচেতন মহল।

সম্পর্কিত খবর