নিখোঁজের ৩ বছরেও সন্ধান পাওয়া যায়নি মতলবের প্রতিবন্ধী ইসমাইলের

মতলব প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণে নিখোঁজের তিন বছরেও সন্ধান পাওয়া যায়নি বাক প্রতিবন্ধি ইসমাইলের । সন্তানের ফিরে পাওয়ার আশায় ৩ বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ক্লান্ত বাবা-মা ।

বাকপ্রতিবন্ধী যুবক ইসমাঈল হোসেন (১৭) গত তিন বছর আগে জেলার কচুয়া উপজেলার কোয়া হাসপাতাল এলাকা থেকে হারিয়ে গেছে।

নিখোঁজ ইসমাঈল হোসেন মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাড়ৈগাঁও গ্রামের মো. বিল্লাল প্রধানের একমাত্র পুত্র। ছেলে নিখোঁজের পর থেকে পাগল প্রায় বাবা-মা। ছেলের সন্ধানে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খোঁজ করে কান্নাকাটি করে বেড়াচ্ছেন। যখন যাকে পাচ্ছেন তার কাছে ছেলের সন্ধানের জন্য অনুরোধ করছেন। তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করে পাওয়া যায়নি। যদি কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে এই মোবাইল ০১৮৪৬৩৮৯৭৭২, নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার বাবা বিল্লাল হোসেন প্রধান। এ বিষয়ে কচুয়া থানায় একটি নিখোজ ডাইরি করা হয়েছে ।

ইসমাঈল হোসেন বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী। সঠিকভাবে কথা বলতে পারে না। কোন কোন সময় আল্লা আপা, নামে কিছুটা কথা বলতে পারে।

সম্পর্কিত খবর