হাজীগঞ্জ থানার অভিযানে ৩শ পিস ইয়াবাসহ ১মাদক কারবারি আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক-নির্দেশনায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ এর তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযানে ৩শ পিস ইয়াবাসহ ১মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

১অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন মকিমাবাদ সাকিনস্থ হাজীগঞ্জ বাজারের চিটাগং বেকারী এন্ড সুইটস এর সামনে চাঁদপুর টু কুমিল্লা পাঁকা রাস্তার উপর থেকে ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

আটককৃত আসামীর নাম মোঃ ফারুক হোসেন (২৮)। এ সময় আসামীর দেহ তল্লাশী করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯০হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ- ০১/১০/ ২০২৩ইং,ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়।

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত খবর