চাঁদপুর জেলা স্কাউটস ও জেলা রোভারের আয়োজনে শান্তি দিবস পালন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা স্কাউটস ও জেলা রোভারের আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়েছে।

১৯৮১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠায় যুক্তরাজ্য ও কোস্টারিকার একটি প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ সাধারণ অধিবেশনের গৃহীত প্রস্তাব নম্বর ৩৬/৬৭ অনুসারে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনটিকে “যুদ্ধ নয়, শান্তি চাই” স্লোগানে “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে ২০০১ সালের ৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাব নম্বর ৫৫/২৮২ অনুসারে ২০০২ সাল থেকে প্রতিবছরের ২১ সেপ্টেম্বর “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই লক্ষ্যে গতকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা ও জেলা রোভারের আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন করা হয়। এ দিবস উদযাপন উপলক্ষ্যে সংক্ষিপ্ত আকারে একটি পিস র্যালি করা হয়।

র্যালি শেষে চাঁদপুর জেলা স্কাউট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় জেলা স্কাউট লিডার গোলাম মেহেদী মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্কাউট সম্পাদক অজয় কুমার ভৌমিক, ও সহকারী পরিচালক মোঃ ফিরোজ আহমেদ। উপস্থিত ছিলেন, জেলা কাব লিডার, সদর উপজেলা স্কাউটসের কমিশনার ও যুগ্ন সম্পাদক এবং বিভিন্ন ইউনিটের ইউনিট লিডারগণ । এ সময় স্কাউটস সদস্যরা গান, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে।

সম্পর্কিত খবর