কচুয়ায় মাদ্রাসা ছাত্র বলৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় মাদ্রাসা ছাত্রকে জোরপূর্বক বলৎকারের (ধর্ষণ) ঘটনায় মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম (সজিব)কে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানাগেছে,উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের রহিমানাগর বাজারে অবস্থিত লতিফিয়া এনামিয়া হাফিজিয়া মাদ্রাসার কর্মরত শিক্ষক শহিদুল ইসলাম সজিব সোমবার রাত ১১টার সময় ওই মাদ্রাসার ৬ষ্ঠ তলার নাজেরা বিভাগের আবাসিক ১২বছরের এক ছাত্রকে শরীর ম্যাসেজ করার কথা বলে জোরপূর্বক বলৎকার(ধর্ষণ) করে কাউকে বলতে নিষেধ করে।

মঙ্গলবার ওই ছাত্র কাউকে না বলে ভয়ে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি গিয়ে তার অভিভাবকদের কাছে বলৎকারের ঘটনা প্রকাশ করে। ওইদিন সন্ধ্যায় ছাত্রকে খুঁজতে তাদের বাড়িতে গেলে শিক্ষক শহীদুল ইসলামকে পরিবারের লোকজন আটক করে।

সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ শহীদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ছাত্রের চাচা মনু মিয়া শহীদুল ইসলামকে বিবাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে।

মাদ্রাসার কতৃক পক্ষরা জানান, ওই শিক্ষক শহীদুল ইসলামকে সামরিক বরখাস্ত করা হয়েছে।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ জানান, বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে ধর্ষনকারী শহীদুলাম সজিবকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সম্পর্কিত খবর