
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার দু’টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।
গতকাল ২০সেপ্টেম্বর (বুধবার) বিকালে সফরমালী উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর পৌর শহীদ যাবেদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
পরিদর্শন শেষে সফরমালী উচ্চ বিদ্যালয়ে পিবিজিএসআই পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় সুবিধাবঞ্চিত ১৫ জন শিক্ষার্থীকে ৫হাজার টাকা করে সহায়তা প্রদান করেন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
এসময় বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ১৫ জন শিক্ষার্থীকে ৫হাজার টাকা করে সহায়তা প্রদান করেন তিনি।
এসময় বিদ্যালয়দ্বয়ের প্রধান শিক্ষকগণ সহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।